নিজস্ব প্রতিবেদক
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ।
৫০ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৩৬ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি,মুন্নু অ্যাগ্রো জেনারেল মেশিনারিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, কে অ্যান্ড কিউ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।