1. banijjobarta22@gmail.com : admin :

নাম পরিবর্তন হচ্ছে প্রিমিয়ার সিমেন্টের

  • Last Update: Wednesday, November 23, 2022

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার সিমেন্ট মিলস নাম পরিবর্ত করে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নামে লেনদেন করবে কোম্পানিটি।

তবে অন্যানৗ বিষয় অপরিবর্তিত থাকবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com