নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ।
৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ দরবৃদ্ধি নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ হাউজিং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,নাভানা ফার্মা, বিডি থাই ফুড, অ্যাপেক্স ফুডস, ওরিয়ন ফার্মা ও এমবি ফার্মা লিমিটেড।