1. banijjobarta22@gmail.com : admin :

সানফ্লাওয়ার লাইফের ওপর নাখোশ আইডিআরএ

  • Last Update: Monday, November 21, 2022

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, অলাভজনক বিনিয়োগ ও বিপুল পরিমাণ বীমা দাবি পরিশোধ না করায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ওপর অসন্তোষ প্রকাশ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার (২১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এ অসন্তোষ প্রকাশ করে আইডিআরএ।

আইডিআরএ’র একটি সূত্র বাণিজ্য বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির বীমা প্রিমিয়াম আয়, বীমা রিনিউয়ের হার, ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ডের পরিমাণ, বিনিয়োগ, অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ, পরিশোধিত বীমা দাবির পরিমাণ ইত্যাদি বিষয় সভায় উপস্থাপন করা হয়। সভায় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, অলাভজনক বিনিয়োগ ও বিপুল পরিমাণ অনিষ্পন্ন বীমা দাবির বিষয়ে আইডিআরএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা অসন্তোষ প্রকাশ করেন।

সূত্র জানায়, বিস্তারিত আলোচনার পর কোম্পানির ব্যবস্থাপনা ব্যয় কমানো, লাইফ ফান্ড যথাযথ বিনিয়োগ এবং দ্রুত বীমা দাবি পরিশোধসহ সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী সভায় সভাপতিত্ব করেন। সভায় কর্তৃপক্ষের সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান মেজর (অব.) এম এ মান্নানসহ পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com