1. banijjobarta22@gmail.com : admin :

‘দ্রব্যমূল্যে স্বস্তি ফেরাতে চেষ্টা করছে সরকার’

  • Last Update: Sunday, November 20, 2022

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যে স্বস্তি ফেরাতে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বা‌ণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সব‌কিছুর দাম বাড়ায় মানুষের কষ্ট হ‌চ্ছে। মানুষের কষ্ট যেন লাঘব হয় সেজন্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

রোববার (২০ নভেম্বর) রাজধানীর এক‌টি হো‌টে‌লে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) রজতজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী ‘আইওআরএ বিজনেস ফোরাম লিডারশিপ সামিট-২০২২’ শেষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি ব‌লেন, গ্লোবাল মা‌র্কেটে সব‌কিছুর দাম বাড়লেও আমরা কিন্তু এক কো‌টি প‌রিবার‌কে খুব সাশ্রয়ী মূ‌ল্যে অন্তত তিন‌টি গুরুত্বপূর্ণ পণ‌্য দি‌চ্ছি এবং ওএমএস এর মাধ‌্যমে চাল দিচ্ছি।

বাজারে আমন ধানের চাল উঠ‌লে চা‌লের দাম আরেকটু ক‌মে আস‌বে বলে মনে করেন মন্ত্রী।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com