নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কর্মদিস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৫০ পয়েন্ট। শুধু তাই নয়, টাকার অংকেও কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮০ পয়েন্টে
রোববার ডিএসইতে ৪২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৯ কোটি ২৪ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে আজ ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।