1. banijjobarta22@gmail.com : admin :

‘হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক’

  • Last Update: Thursday, November 17, 2022

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক। ফলে ওভার ইনভয়েসিং (পণ্যের দাম বেশি দেখানো) ও আন্ডার ইনভয়েসিং (পণ্যের দাম কম দেখানো) শূন্যতে নামিয়ে এনেছি।

বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগের ফলে আগামী বছরের জানুয়ারি থেকে দেশে বৈদেশিক মুদ্রার সংকট থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ’ শীর্ষক সেমিনারে গভর্নর এসব কথা বলেন। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রউফ তালুকদার বলেন, ‘আগামী জানুয়ারি মাস থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সংকট আর থাকবে না। এখনো কোনো সংকট নেই। তবে দেশে আন্ডার ইনভয়েসিং ঠেকাতে আমরা সতর্ক অবস্থান নিয়েছি।’

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিনসহ আরও অনেকে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com