1. banijjobarta22@gmail.com : admin :

ফ্লোরপ্রাইস ইস্যুতে বিএমবিএকে জড়িয়ে অপপ্রচার, প্রতিবাদ

  • Last Update: Tuesday, November 15, 2022

বাণিজ্য বার্তা

পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোরপ্রাইস ব্যবস্থা তুলে নেওয়ার বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনকে (বিএমবিএ) জড়িয়ে কিছু অসাধু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনটি মনে করছে, পুঁজিবাজারকে অস্থিতিশীল করে ফায়দা লুন্ঠনের স্বার্থেই তাদের এই অপপ্রচার চালানো হচ্ছে। তারা এই হীনকর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি মিথ্যা এই অপ্রচার থেকে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ করেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএমবিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানিংকাল লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় অসাধু ব্যক্তি নিজস্ব স্বার্থ চরিতার্থে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের নাম ভাঙ্গিয়ে ফ্লোর প্রাইস উঠানোর ব্যাপারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সম্পূর্ন মিথ্যা, বানোয়াট এবং অসত্য তথ্য প্রচার করছেন। পুঁজিবাজারকে অস্থিতিশীল করে ব্যক্তি ফায়দা লুন্ঠনের স্বার্থেই তাদের এই কার্যক্রম প্রতিয়মান হয়। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) সর্বদা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে বাজারে সর্ব স্টেকহোল্ডারদের সমষ্টিগত মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং ধারাবাহিকভাবে তাহা প্রতিপালন করে আসছে। পুঁজিবাজারের সমষ্ঠিগত স্বার্থে বিএমবিএ অতীতে কখনোই এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহন করে নাই এবং ভবিষ্যতেও করবে না। দ্ব্যর্থহীন ভাবে আমরা বলতে চাই যে ফ্লোর প্রইস উঠানোর ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন এখন পর্যন্ত কারো সাথে কোন প্রকার আলোচনা করে নাই এবং এ ব্যাপারে কোন প্রকার মতামতও প্রকাশ করে নাই। মিথ্যা এই অপ্রচার থেকে সকলকে সতর্ক থাকার সবিনয় অনুরোধ করা হলো।’

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com