1. banijjobarta22@gmail.com : admin :

মূল্য সূচকের পতন

  • Last Update: Monday, November 7, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৫ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৯ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com