নিজস্ব প্রতিবেদক
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯০ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭১ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ১ হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭২ কোটি ৭৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে আজ ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৬টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ৩৩ পয়েন্ট। সিএসইতে এদিন ১৭ কোটি ৮১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।