নিজস্ব প্রতিবেদক
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৭৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৮ পয়েন্টে।
রোববার ডিএসইতে ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৮০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।