নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করে তিন ব্যক্তি হাতিয়ে নিয়েছেন পৌনে ১২ কোটি টাকা। বড় এই কারসাজির দায়ে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জরিমানা করেছে মাত্র ৭৫ লাখ টাকা।
এর আগে সাতটি কোম্পানির শেয়ার কারসাজির দায়ে শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের মোট ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করে কমিশন। অথচ এই চক্রটি প্রায় ৫০ কোটি টাকার শেয়ার কারসাজি করে। যা বিএসইসির তদন্তে প্রমাণিত।
বড় কারসাজিতে তুলনামূলক ছোট সাজা হওয়ায় শেয়ারবাজারে কারসাজি বন্ধ হচ্ছে না বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, কারসাজি যে ধরনেরই হোক, বড় সাজা না দিলে কারসাজি বন্ধ হবে না।
জানা গেছে, পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে পৌনে ১২ কোটি টাকা হাতিয়ে নেওয়ায় এ জি মাহমুদ ও তার ভাই সাইফ উল্লাহ এবং জসিম উদ্দিন শেখকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে গত ২০ সেপ্টেম্বর এই তিন ব্যক্তিকে জরিমানার টাকা জমা দিতে নির্দেশ দেয় কমিশন। জরিমানার টাকা জমা দেয়ার জন্য ৩০ কার্যদিবস সময়ও বেঁধে দেয়া হয়।
বিএসইসির তদন্তে উঠে এসেছে, এই তিন ব্যক্তি ২০২০ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে বীমা খাতে তালিকাভুক্ত প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করে দাম বাড়ান। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর প্রভাতি ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ২৯ টাকা ৪০ পয়সা। ২২ অক্টোবর এই শেয়ারের দাম গিয়ে দাঁড়ায় ৬৭ টাকা ৪০ পয়সায়। এই সময় সিটি ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারী সাইফ উল্লাহ ও তার ভাই এ জি মাহমুদ প্রভাতি ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৫৬ হাজার ৬০৫টি শেয়ার কিনেন। আর বিক্রি করেন ৮ লাখ ২৮ হাজার ১৯৭টি শেয়ার। এই সময় তারা সরাসরি মুনাফা করেন ১ কোটি ২৭ লাখ ১৯ হাজার ১৯৭ টাকা। আর তাদের ধরে রাখা শেয়ারে অনর্জিত মুনাফা ছিল ৬ কোটি ২৯ লাখ ১৭ হাজর ৪৯ টাকা।
অর্জিত ও অনর্জিত মিলে তাদের মোট মুনাফা হয় ৭ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ২৪৬ টাকা। আর এই কারণে সাইফ উল্লাহকে বিএসইসি জরিমানা করেছে ১৫ লাখ টাকা। আর এ জি মাহমুদকে জরিমানা করেছে ১০ লাখ টাকা। এই সময় তাদের আরেক সহযোগী চাঁদপুরের বাসিন্দা জসিম উদ্দিনকে জরিমানা করা হয়েছে ৫০ লাখ টাকা।
ব্রোকারেজ হাউজ এসবিএল-এর বিনিয়োগকারী জসিম উদ্দিন ও তার অন্যান্য সহযেগীরা মিলে প্রভাতি ইন্স্যুরেন্সের ৩২ লাখ ৬৩ হাজার ৭৫৪টি শেয়ার কেনে। আর বিক্রি করে দেয় ৩৩ লাখ ১৮ হাজার ৭৫৪টি শেয়ার। ফলে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে জসিম উদ্দিন মোট ৪ কোটি ১৯ লাখ ৮ হাজার ৭২৫ টাকা মুনাফা করেন।
এক মাস আগে গত সেপ্টেম্বরে সাতটি কোম্পানির শেয়ার কারসাজির দায়ে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের মোট ১০ কোটি ৮৯ লাখ টাকা জরিমানা করে কমিশন। বিএসইসির মতে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে তারা ৪৬.৮৭ কোটি টাকা লাভ করেছে। অথচ এই জরিমানা আদায়কৃত লাভের মাত্র ২৩ শতাংশ।
তখন হিরু এবং তার সহযোগীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) একাউন্টে ‘আনরিয়েলাইজড গেইন’ বা অবাস্তব লাভ হিসেবে ৬১ কোটি টাকা। তবে হোল্ডিং বিক্রি হয়ে গেলে ‘আনরিয়েলাইজড গেইন’ ‘রিয়েলাইজড গেইনে’ পরিণত হয়।
বিএসইসির তথ্য অনুযায়ী, আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা গত বছরের মাঝামাঝি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ধারাবাহিক লেনদেনের মাধ্যমে সাতটি কোম্পানির শেয়ার কারসাজি করে এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার দখল করে। এ কারণে সাধারণ বিনিয়োগকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কোম্পানি সাতটি হলো- বিডিকম অনলাইন, ওয়ান ব্যাংক, ফরচুন শু, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স।
বিএসইসি জানায়, হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতবর, বোন কনিকা আফরোজ, শ্যালক কাজী ফরিদ হাসান এবং তার কোম্পানি মোনার্ক হোল্ডিং, ডিআইটি কো-অপারেটিভ, এবং দেশ আইডিয়াল ট্রাস্টের বিও অ্যাকাউন্ট ব্যবহার করে কারসাজির মাধ্যমে সাতটি কোম্পানির শেয়ারের দাম বাড়ানো হয়েছে। চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত কমিশন সভায় কারসাজিকারীদের ওপর জরিমানা করা হয়। এছাড়াও, তাদের বিরুদ্ধে আরও নয়টি তদন্ত প্রতিবেদন দাখিল করে বিএসইসি।
বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারবাজারে কারসাজি বন্ধ করতে হলে বড় জরিমানা বা আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার কোনো বিকল্প নাই।
আসিফ আল হাসান নামের একজন বিনিয়োগকারী বলেন, বিএসইসি শাস্তি দেওয়ার ক্ষেত্রে বরাবরই কৃপণ। কারণ কয়েক কোটি টাকার কারসাজিতে জরিমানা হয় কয়েক লাখ টাকা। কারসাজিকারদের জন্য ওই জরিমানার অর্থ দিতে কোনো সমস্যায় হয় না। মাঝখান থেকে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে পথে বসি।
পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, কোনো গোষ্ঠী ১৫ কোটি টাকা মুনাফা করার পর ৭৫ লাখ টাকা জরিমানা করা হলো মানে তাদের সমর্থন দেওয়া হলো। কারণ তারা দিনশেষে লাভবানই হচ্ছেন। অথচ বীমা খাতের শেয়ারে বিনিয়োগ করে অনেকেই নিঃস্ব হয়েছেন।