1. banijjobarta22@gmail.com : admin :

এমটিবির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • Last Update: Wednesday, October 12, 2022

নিজস্ব প্রতিবেদক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ডটি হবে নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল সাব-অর্ডিনেটেড বন্ড।

বুধবার (১২ অক্টোবর) বিএসইসি ৮৪২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি অতিরিক্ত টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। এছাড়া এই মূলধন ব্যাংকটির এসএমই, করপোরেট ও রিটেইল ঋণের পোর্টফলিও বাড়াবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে।

বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত হবে।

আর্থিক প্রতিষ্ঠান,ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,কর্পোরেট এবং উচ্চ বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এর ম্যান্ডেট লিড অ্যারেন্জারের দায়িত্ব পালন করবে আরএসএ ক্যাপিটাল লিমিটেড। আর এর কো-অ্যারেন্জার হিসেবে আছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com