1. banijjobarta22@gmail.com : admin :

সিঙ্গাপুরে সহযোগী প্রতিষ্ঠান করবে ইউসিবি

  • Last Update: Monday, February 21, 2022

নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড সিঙ্গাপুরে ব্যবসায়ী কার্যক্রম চালাতে নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) করবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৬৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, আলোচিত সাবসিডিয়ারির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা।

মূলত রেমিট্যান্স বিজনেসের জন্য এই সাবসডিয়ারি গঠন করা হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সাবসিডিয়ারি কোম্পানি কার্যক্রম শুরু করলে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীরা সহজে তার মাধ্যমে দেশে টাকা পাঠাে পারবেন। এতে ব্যাংকটির বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরালো হবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com