1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের সামান্য উত্থান

  • Last Update: Wednesday, September 28, 2022

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩২৩ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৯ কোটি ৬১ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছি ১ হাজার ৪৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১০১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com