1. banijjobarta22@gmail.com : admin :

মূল্য সূচকের বড় পতন

  • Last Update: Sunday, September 25, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। টাকার অংকে অবশ্য লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫১৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৯ পয়েন্টে।

রোববার ডিএসইতে ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৪৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি।
বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৫৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১২৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com