1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের সামান্য উত্থান

  • Last Update: Thursday, September 22, 2022

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৫ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৪২ কোটি ৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com