1. banijjobarta22@gmail.com : admin :

ডলারের এক রেট নির্ধারণ

  • Last Update: Sunday, September 11, 2022

নিজস্ব প্রতিবেদক

রেমিট্যান্স ও রপ্তানিতে ডলারের এক রেট নির্ধারণ করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের বোর্ড রুমে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এখন সর্বোচ্চ ১০৮ টাকায় প্রতি ডলার রেমিট্যান্স সংগ্রহ করতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। আর ডলারপ্রতি রপ্তানি বিল নগদায়ন করতে হবে ৯৯ টাকায়।

এতে রেমিট্যান্স আহরণ এবং রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচ হবে ১০৩ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে ১ টাকা যোগ করে আমদানিকারকের কাছে ডলার বিক্রি করবে তারা।

ফলে এলসি সেটেলমেন্টে ডলার বিক্রি হবে ১০৪ টাকা ৫০ পয়সায়। তাতে ব্যবসায়ীদের খরচ কিছুটা কমবে।

বৈঠকে বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com