1. banijjobarta22@gmail.com : admin :

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

  • Last Update: Saturday, August 27, 2022

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশন কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে শেয়ারটির দাম বেড়েছে ৫০ দশমিক ৮৯ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৭৪ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২০ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৪৫ টাকা ৮০ পয়সা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং। এই শেয়ারটির দর বেড়েছে ৫০ দশমিক ৩৯ শতাংশ।

৩১ দশমিক ৫৯ শতাংশ মূল্যবৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং।

মূল্যবৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ২৮ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার প্রসেসিং ২৫ দশমিক ৪৯ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ২৪ দশমিক ১২ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৩ দশমিক ৬৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ২৩ দশমিক ১০ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ২২ দশমিক ৩৩ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের ২২ দশমিক ২২ শতাংশ দাম বেড়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com