1. banijjobarta22@gmail.com : admin :

ডলার কারসাজি: ৬ ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ

  • Last Update: Tuesday, August 9, 2022

নিজস্ব প্রতিবেদক

ডলার কারসাজির অভিযোগ দেশের পাঁচটি বেসরকারি ও একটি বিদেশি ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো- ব্র্যাক, সিটি, ডাচ-বাংলা, প্রাইম ও সাউথইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

সোমবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ট্রেজারি প্রধানদের সরিয়ে দিতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ তারা প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বাড়িয়েছেন। অভিযোগ প্রমাণ হওয়া ওই ছয়জনকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম  এই তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ট্রেজারি অপারেশনে অতিরিক্ত মুনাফা করায় পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির প্রমাণ পাওয়ায় জরুরিভিত্তিতে ওই ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণ করতে সোমবার সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com