1. banijjobarta22@gmail.com : admin :

খোলাবাজারে ডলারের দাম ছাড়িয়েছে ১০৩ টাকা

  • Last Update: Sunday, July 24, 2022

নিজস্ব প্রতিবেদক

খোলাবাজারে ডলারের দাম এখন ১০৩ টাকা ছাড়িয়ে গেছে। রোববার (২৪ জুলাই) ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে যুক্তরাষ্ট্রের ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে যায়।

খোলাবাজার ও মানি চেঞ্জারগুলো সাধারণত বিদেশফেরত ও সংগ্রহে থাকা ডলার ক্রয় করে। ব্যাংকের রপ্তানি ও প্রবাসী আয়ের সঙ্গে এই বাজারের সম্পর্ক নেই।

এদিকে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়ে গেছে। এর কারণ, রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে। ডলারের দাম ৯৪ টাকা ৪৫ পয়সা হলেও তা খোলাবাজারে ১০০ টাকা ছাড়িয়ে গেছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com