1. banijjobarta22@gmail.com : admin :

সুখবর নেই সূচক ও লেনদেনে

  • Last Update: Tuesday, July 12, 2022

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহার ছুটিসহ টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার লেনদেনে ফিরেছে উভয় শেয়ারবাজার। তবে শুরুর দিন সূচক ও লেনদেনে পতন দেখতে হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২৮৪ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৬৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ১৬ লাখ টাকা কম। ঈদের আগে ডিএসইতে ৭৮৮  কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com