1. banijjobarta22@gmail.com : admin :

ক্রেস্ট-বানকো-তামহার গ্রাহকরা টাকা পাচ্ছে

  • Last Update: Tuesday, July 5, 2022

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোল্ডার কোম্পানি ক্রেষ্ট সিকিউরিটিজ , বাংকো সিকিউরিটিজ লিমিটেড এবং তামহা সিকিউরিটিজ লিমিটেডের পাওনাদারদের মধ্যে অর্থ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

গত ২৯ জুন থেকে ডিএসই BEFTN এর মাধ্যমে পাওনাদারদের টাকা পরিশোধ শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশেনা অনুযায়ী যে সব বিনিয়োগকারী ১৫ মে ২০২২ তারিখের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন তাদের নিজ নিজ বিও হিসাবে উল্লেখিত ব্যাংক হিসাবের মাধ্যমে আনুপাতিক হারে প্রাপ্য অর্থ (যাচাই বাছাই পূর্বক) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে৷

এরই অংশ হিসেবে গত ২৯ জুন ২০২২ তারিখ হতে BEFTN এর মাধ্যমে আজ পরযন্ত ৪৩১ বিনিয়োগকারীকে ৪ কোটি ৭৬ লাখ টাকা প্রদান করা হয়েছে৷ ডিএসই আশা করছে যথসম্বভ দ্রুতগতিতে BEFTN এর মাধ্যমে বাকী অর্থ নিষ্পত্তি করা হবে৷

ডিএসইি আরও জানায়, পর্যায়ক্রমে সকল বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করবে৷ ডিএসই সকল পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্রোকারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করছে৷ আর এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়েও সতর্ক রয়েছে৷

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com