1. banijjobarta22@gmail.com : admin :

উড়ছে ইমাম বাটন!

  • Last Update: Tuesday, June 28, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বাড়ছেই। গত কয়েকমাস ব্যতিক্রম ছাড়া নিয়মিতই বাড়ছে লো পেইড শেয়ারটির দর। আজ মঙ্গলবারও শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। দিনশেষে শেয়ারটি ক্লোজিং হয়েছে ১২২ টাকা ৯০ পয়সায়। এ নিয়ে গত ২৮ দিনে কোম্পানিটির দর বেড়েছে ৩৮ টাকা ৫০ পয়সা বা ৪৫ দশমিক ৬১ শতাংশ।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, এদিন ৮৪৭ বারে ১ লাখ ১৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য এক কোটি ৩৮ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা ইমাম বাটনের এই দর বাড়াকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন। অবশ্য ঢাকা স্টক এক্সচেঞ্জও (ডিএসই) চলতি মাসের শুরুর দিকে কোম্পানিটির দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে কোম্পানির কাছে এর কারণ জানতে চেয়েছিলো। গত ২ জুন কোম্পানি ডিএসইকে জানায়, কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বেড়েছে।

২ জুন শেয়ারটির দর ছিলো ৮৫ টাকা ১০ পয়সা। এরপর ৮ জুন এসে শেয়ারটির দর কিছুটা কমে লেনদেন হয় ৭৯ টাকা ৪০ পয়সায়। এরপর থেকে দাম বাড়ছেই। আজ মঙ্গলবার (২৮ জুন) শেয়ারটির সর্বশেষ ১২২ টাকা ৯০ পয়সা বেড়েছে। চলতি মাসের প্রথম কার্যদিবস অর্থাৎ ১ জুন শেয়ারটি ৮৪ টাকা ৪০ পয়সা লেনদেন হয়। অর্থাৎ ২৮ দিনের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৮ টাকা ৫০ পয়সা।

ইমাম বাটন শেয়ারবাজারে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ০৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯ দশমিক ০১ শতাংশ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬০ দশমিক ৯১ শতাংশ শেয়ার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইমাম বাটন লো পেইডের কোম্পানি হওয়ায় এর দাম এতো বেশি বাড়ার কথা নয়। কিন্তু নিয়মিতই দাম বাড়ছে।

বিনিয়োগকারীদের মধ্যে কেউ কেউ মনে করছেন, কোনো চক্র শেয়ারটি নিয়ে খেলতে পারে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com