1. banijjobarta22@gmail.com : admin :

সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেল এমার্জিং গ্লোবাল

  • Last Update: Thursday, June 23, 2022

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো সমবায় সমিতি হিসেবে সম্পদ ব্যবস্থাপনা লাইসেন্স পেয়েছে এমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানজমেন্ট কোম্পানি। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা দেশ আইডিয়াল ট্রাস্ট কো-অপারেটিভ লিমিটেড ও তিনটি গ্রুপ।

সমবায় সমিতিগুলোর ফান্ড দেশের শেয়ারবাজারে নিয়ে আসার জন্য কাজ করবে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি।

সম্প্রতি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দেশ আইডিয়াল ট্রাস্ট কো-অপারেটিভ লিমিটেড ছাড়া অপর দুই উদ্যোক্তা হলো- দেশের প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ সনি র‌্যাংস ও সুপার স্টার গ্রুপ। এই তিন কোম্পানির সমন্বয়ে গঠিত হয়েছে ‘এমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানজমেন্ট কোম্পানি’।

জানা গেছে, কোম্পানিটির (এমার্জিং গ্লোবাল) অনুমোদিত মূলধন হবে ১০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ৫ কোটি টাকা। এমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানজমেন্টসহ বর্তমানে ৫৩টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com