1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন আজও

  • Last Update: Monday, June 13, 2022

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকে অবশ্য লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৬ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৭৯৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬১ কোটি ৭৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৪৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com