1. banijjobarta22@gmail.com : admin :

বেড়েই চলেছে তমিজ উদ্দিন টেক্সটাইলের দর

  • Last Update: Thursday, February 10, 2022

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবারও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ টাকা ৮০ পয়সা। দিন শেষে দর দাঁড়িয়েছে ২৩৪ টাকা ৭০ পয়সায়। তবে অস্বাভাবিক এই দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ‌্য জানানো হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে কোম্পানিটির দর বাড়ছে। গত ৩১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিলো ১৬৫ টাকা। গতকাল ৯ ফেব্রুয়ারি কোম্পানিটির দর দাঁড়ায় ২১৫ টাকা ৯০ পয়সা। আজ বৃহস্পতিবার আরও ১৮ টাকা ৮০ পয়সা বেড়ে দর দাঁড়িয়েছে ২৩৪ টাকা ৭০ পয়সা।

নিয়মিত এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। তবে কোম্পানি বলছে, দর বাড়ার কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com