1. banijjobarta22@gmail.com : admin :

স্বর্ণের ভরি ৭৫ হাজার টাকা ছুঁই ছুঁই

  • Last Update: Wednesday, February 9, 2022

নিজস্ব প্রতিবেদক

ফের বেড়েছে স্বর্ণের দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা বেড়েছে। সে হিসেবে এখন থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ালো ৭৪ হাজার ৯৭৩ দশমিক ৮০ টাকায়।

১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে নতুন এ দামে বিক্রি হবে অলংকার তৈরির এ মূল্যবান ধাতু।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৭৩ দশমিক ৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৫০ দশমিক ৭০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৭৯৮ দশমিক ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ১৮৭ দশমিক ৪০ টাকায়।

রুপার দাম থাকছে অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানায় বাজুস।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com