1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের সামান্য উত্থান

  • Last Update: Wednesday, April 13, 2022

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থান হয়েছে। টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। আজও বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে।

আজ প্রধান সূচক১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৮৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে। আন ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪০ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৫২৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com