1. banijjobarta22@gmail.com : admin :

ইতিবাচক ধারায় শেয়ারবাজার

  • Last Update: Sunday, April 10, 2022

নিজস্ব প্রতিবেদক

টানা পতনের পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। একই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। লেনদেন বেড়েছে টাকার পরিমাণেও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দিন শেষে ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৯ পয়েন্টে। আর ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে মোটয ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৭ টির, কমেছে ১১০ টির আর দর অপরিবর্তিত রয়েছে ৫২ টির।

টাকার পরিমাণেও বেড়েছে লেনদেন। এদিন লেনদেন হয়েছে ৬৪১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৬ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৫৫ পয়েন্টে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com