1. banijjobarta22@gmail.com : admin :

আইএফআইসির শেয়ারের কেনার ঘোষণায় বেড়েছে দাম

  • Last Update: Tuesday, May 28, 2024

নিজস্ব প্রতিবেদক

আইএফআইসি ব্যাংকের পরিচালক ও ভাইস-চেয়ারম্যান আহমেদ সায়ান এফ রহমানের বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণায় বাজারে ব্যাংকটির শেয়ারের দাম বেড়েছে। সোমবার (২৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির শেয়ারের দাম সাড়ে চার শতাংশ বেড়েছে। পাশপাশি লেনদেনও বেড়েছে কোম্পানিটির শেয়ারের।

আহমেদ সায়ান এফ রহমান নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যাংকটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি’র ছেলে।

সোমবার (২৭ মে) সকালে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানানো হয়, আহমেদ সায়ান এফ রহমান আইএফআইসি ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কিনতে চান। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক অথবা ব্লক মার্কেটের মাধ্যমে ঘোষণকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

আহমেদ সায়ান এফ রহমানের বিশাল অঙ্কের শেযার কেনার ঘোষণার প্রভাব পড়ে আইএফআইসি ব্যাংকের শেয়ার লেনদেনে। ডিএসইতে এদিন শেয়ারটির দাম ৪ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৮ টাকা ৪০ পয়সা থেকে ৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আইএফআইসি ব্যাংকের এক কোটি ১৩ লাখ শেয়ার কেনাবেচা হয়, যার মোট মূল্য ছিল ১০ কোটি ৫ লাখ টাকা।

এদিকে ব্যাংকটির আর্থিক পারফরম্যান্স দিন দিন খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ বছরে (২০২৩) ব্যাংকটি শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা আয় (ইপিএস) করেছে, যা আগের বছরে ছিল ১ টাকা ৮৮ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) আইএফআইসি ব্যাংকের ইপিএস আরও কমেছে। এ সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ২২ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩৪ পয়সা ছিল।

অন্যদিকে নেপালের নেপাল-বাংলাদেশ ব্যাংক, যা নাবিল ব্যাংকের সাথে একীভূত হয়েছে- থাকা বিনিয়োগ প্রত্যাহার করতে চাইলেও তা পারেনি আইএফআইসি ব্যাংক। এ সংক্রান্ত একটি পরিকল্পনা নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংক অনুমোদন করেনি।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com