1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে বড় পতন

  • Last Update: Thursday, May 23, 2024

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কেও কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১২ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, দর কমেছে ৩১৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

ডিএসইতে ৫০৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৬২ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৬২ লাখ টাকার ।

অপর বাজারা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪০৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২১টির। কমেছে ১৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

সিএসইতে আজ ৬৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com