1. banijjobarta22@gmail.com : admin :

রাবি উপাচার্যের হাতে শিক্ষার্থীর মৃত্যুদাবির চেক দিলো জেনিথ লাইফ

  • Last Update: Monday, May 20, 2024

বাণিজ্য বার্তা ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে শিক্ষার্থীর মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

সোমবার (২০ মে) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কার্যালয়ে তার হাতে চেকটি হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপবীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এমএস দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী মো. শাকিনুর রহমানের আকষ্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ।

গত ৬ মে ২০২৪ তারিখে সাপের কামড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার আবু মো. তারেক জানান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ নিয়ে মোট পাঁচজন ছাত্রের মৃত্যুদাবির চেক প্রদান করল।

তিনি বলেন, জেনিথ লাইফের কাছে আমাদের কোনো ছাত্রের মৃত্যুদাবি পেন্ডিং নাই।

এ সময় জেনিথ লাইফের সেবায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com