1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের নিম্নমুখী প্রবণতা, কমেছে শেয়ার দর

  • Last Update: Tuesday, May 7, 2024

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪০ পয়েন্টে।

সারাদিনে লেনদেন হয়েছে ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২২২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

ডিএসইতে ১ হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৭০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫ কোটি ৬৪ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৯৬ পয়েন্টে।

সিএসইতে ২৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১১টির দর বেড়েছে, কমেছে ১১৩ টির এবং ২০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com