1. banijjobarta22@gmail.com : admin :

সোনালী লাইফে প্রশাসক নিয়োগের আদেশ সুপ্রিম কোর্টে বহাল

  • Last Update: Monday, April 29, 2024

নিজস্ব প্রতিবেদক

সোনালী লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে প্রশাসক নিয়োগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বারে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।

একইসঙ্গে পরবর্তী দুই মাসের মধ্যে পূণার্ঙ্গ শুনানি করে বিষয়টির নিষ্পত্তির আদেশ জারি করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড স্থগিত ও প্রশাসক নিয়োগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) দেয়া আদেশ কার্যকর থাকছে।

নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি এপ্রিল মাসের ২১ তারিখ থেকে সোনালী লাইফের পরিচালনা পর্ষদ ৬ মাসের জন্য সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ কার্যকর করার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থারটির পরিচালক (উপসচিব) আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৮ এপ্রিল এ তথ্য জানানো হয়।

প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এম ফেরদৌস, এনডিসি, পিএসসিকে।

দায়িত্ব গ্রহণের পর যতদ্রুত সম্ভব কোম্পানিটিতে দেশি বা বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করে একটি পূর্ণাঙ্গ নিরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি বীমা পলিসি ইস্যুসহ কোম্পানির সকল কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব দেয়া হয় প্রশাসককে।

আইডিআরএ’র এই আদেশের বিরুদ্ধে একদিন পর হাইকোর্টে একটি রিট (নং-৪৫১৯/২০২৪) করেন বীমা কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান।রিটের শুনানি শেষে আদালত আইডিআরএ’র আদেশে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন।

পরবর্তীতে আইডিআরএ’র পক্ষ থেকে চেম্বার জজের আদালতের আদেশের বিরুদ্ধে পুনরায় রিট আবেদন করা হয়। আদালতে আইডিআরএ’র বক্তব্য শুনানি করে আজ সোমবার (২৯ এপ্রিল) এই আদেশ দিয়েছেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com