1. banijjobarta22@gmail.com : admin :

পারটেক্স স্টার গ্রুপের সাথে ডিএসইর বৈঠক

  • Last Update: Sunday, April 3, 2022

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোগে বাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পারটেক্স স্টার গ্রুপের সাথে ডিএসইর প্রতিনিধিবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ’র নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এসময় তার সাথে ছিলেন ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স ডিপাটম্যান্টের সিনিয়র ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, সিজিএফআরসি ডিপাটম্যান্টের মোঃ মাসুদ খান এবং প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট ডিপাটম্যান্টের ম্যানেজার ইসরাত জাহান৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ ঢাকা স্টক এক্সচেঞ্জ তথা পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার এবং উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যারোমিটার হলো পুঁজিবাজার৷ তিনি পুঁজিবাজারের মাধ্যমে দেশকে কিভাবে দ্রুত শিল্পায়িত করা যায়, আর এই শিল্পায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কিভাবে ভুমিকা রাখে তা তুলে ধরেন৷ তিনি পারটেক্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মুলধারার অর্থনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান৷ পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানির ব্রাণ্ড ইমেজ গঠন তথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোরও একটি সুযোগ সৃস্টি হয়৷ এ সময় জনাব মজুমদার পুঁজিবাজারে তালিকাভুক্তির কার্যক্রম সম্পর্কিত গাইডলাইন প্রদান করেন৷

পারটেক্স স্টার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাগণ ডিএসই’র এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের অগ্রগতি ও ব্যবসায়িক কার্যক্রম উপস্থাপন করেন৷ একই সাথে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের কোম্পানি সমুহ পুঁজিবাজারে নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন৷ পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস ডেভেলপমেন্টের সিব্বির হোসেন, গ্রুপ সিএফও মোস্তফা কামাল আহমেদ, চিফ অব পান্টের তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com