1. banijjobarta22@gmail.com : admin :

বাজার মূলধনের পাশাপাশি সপ্তাহ জুড়ে বেড়েছে সূচক ও লেনদেন

  • Last Update: Friday, April 1, 2022

নিজস্ব প্রতিবেদক

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে এক হাজার ১৫২ কোটি ১৪ লাখ এক হাজার টাকা। গত সপ্তাহে বাজার মূলধন কমেছিলো ২ হাজার ৫২৯ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।

ডিএসইর সাপ্তাহিক তথ্য বিশ্লেষণে বিষয়টি জানা গেছে।

সমাপ্ত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকা।

অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে এক হাজার ১৫২ কোটি ১৪ লাখ এক হাজার টাকা।

বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। অর্থাৎ বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়। একইভাবে বাজার মূলধন কমলে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমে যায়।

বাজার মূলধন পাশাপাশি বেড়েছে সূচক ও লেনদেন। আলোচ্য সময়ে ডিএসইএক্স বেড়েছে ৪ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ। গত সপ্তাহে সূচকটি কমেছিলো ১২ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসই-৩০ সূচকও বেড়েছে । গত সপ্তাহজুড়ে এই সূচকটি বেড়েছে ৭ দশনিক ২৬ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ। আগের সপ্তাহে কমেছিলো ৮ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ২ হাজার ৪৭৪ পয়েন্ট।

ডিএসই শরিয়াহ সূচকও বেড়েছে। আলোচ্য সময়ে এই সূচকটি বেড়েছে ১১ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৭৮ পয়েন্ট। আগের সপ্তাহে বেড়েছিলো ২ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ। সপ্তাহ শেষে দাঁড়িয়েছে এক হাজার ৪৬৮ পয়েন্টে।

সদ্য সমাপ্ত সপ্তাহে টাকার পরিমানে লেনদেনও বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৩৬ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৭৮০ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫৬ কোটি ৪৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩ হাজার ৯০১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকা। সেই হিসাবে মোট লেনদেন বেড়েছে ৭৮২ কোটি ১৫ লাখ ২ হাজার টাকা বা ২০ দশমিক ০৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন করা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৭০টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন করেছে মোট ৩৯৯টি প্রতিষ্ঠান। লেনদেন থেকে বিরত ছিলো ৯টি প্রতিষ্ঠান।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com