1. banijjobarta22@gmail.com : admin :

সূচক বেড়েছে সামান্য, লেনদেনে স্বস্তি

  • Last Update: Thursday, March 31, 2022

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে লেনদেনে মিলেছে স্বস্তি। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকা। যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সেই হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ৬১ লাখ টাকা বেশি।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট। এখন অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। শরিয়াহ সূচকও বেড়েছে মাত্র ৪ পয়েন্ট। সূচকটির অবস্থান করছে ১ হাজার ৪৬৮ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭৪ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। অধিকাংশ কোম্পানির দর অবশ্য কমেছে। দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৬১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com