1. banijjobarta22@gmail.com : admin :

সূচক কমলেও লেনদেন বেড়েছে

  • Last Update: Thursday, February 29, 2024

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সব মূল্য সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৯১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮৮ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসইতে আজ মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ২০৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২৮ পয়েন্টে।

সিএসইতে ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ১৩৯টির এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com