1. banijjobarta22@gmail.com : admin :

তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ঋণের তথ্য চায় বিএসইসি

  • Last Update: Thursday, March 31, 2022

নিজস্ব প্রতিবেদক

শেযারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পরিচালকদের ঋণের তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর পরিচালক এবং শেয়ারহোল্ডারদের মধ্যে যারা কোম্পানির ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করে, তাদের শেয়ারের লেনদেন বা অঙ্গীকারের বিপরীতে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অনুমোদিত ঋণের তথ্য দিতে হবে।

সূত্র আরও জানায়, স্টক ব্রোকার বা পোর্টফোলিও ম্যানেজারদের কাছ থেকে মার্জিন লোন নেওয়া কোম্পানিগুলোর পরিচালক এবং শেয়ারহোল্ডারদেরও তথ্য দিতে হবে।

গত মঙ্গলবার (২৯ মার্চ) তালিকাভুক্ত সব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ আইন ১৯৬৯ এর ধারা ১১(২) এর অধীনে এই নির্দেশনা পাওয়ার তিন দিনের মধ্যে কোম্পানিগুলোকে তথ্য দিতে বলা হয়েছে। 

এর আগে গত ২২ মার্চ বিএসইসি একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে তাদের পরিচালক এবং শেয়ারহোল্ডারদের তথ্য সরবরাহ করতে হবে। যারা ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করে এবং ঋণদাতাদের কাছে শেয়ারের লেনদেন বা প্রতিশ্রুতি দিয়ে ঋণ সুবিধা গ্রহণ করে। 

এছাড়া আর্থিক বছরের প্রতি ত্রৈমাসিক শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে স্টক ব্রোকার বা পোর্টফোলিও ম্যানেজারের কাছ থেকে এই ধরনের পরিচালক এবং শেয়ারহোল্ডারদের ঋণের তথ্য আর্থিক বছরের পাশাপাশি বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করতে বলা হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com