1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, লেনদেনও কমেছে

  • Last Update: Wednesday, February 28, 2024

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৪ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৮ পয়েন্টে।

শরিয়াহ সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্ট অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৮৮৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৯৮ কোটি ২০ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টি কোম্পানির, বিপরীতে ১৭৭ কোম্পানির দর কমেছে। আর ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৫ পয়েন্টে।

সিএসইতে ২৭১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১০৫টির দর বেড়েছে, কমেছে ১২২টির এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে আজ ১৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com