1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে সূচকের উত্থান

  • Last Update: Tuesday, February 27, 2024

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১৩৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৮৯৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮০৪ কোটি ৯৮ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৩টি কোম্পানির, বিপরীতে ১৫২ কোম্পানির দর কমেছে। আর ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com