1. banijjobarta22@gmail.com : admin :

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাজ্য

  • Last Update: Monday, March 28, 2022

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এছাড়া, বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশটি।

সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে এ আগ্রহ দেখায় যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদল।

বৈঠকে যুক্তরাজ্য সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএসইসির পক্ষে এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার আব্দুল হালিম, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com