1. banijjobarta22@gmail.com : admin :

ফ্লোর প্রাইস তুলে নিলো বিএসইসি

  • Last Update: Thursday, January 18, 2024

নিজস্ব প্রতিবেদক

৩৫টি কোম্পানি ছাড়া অন্য সব কোম্পানির ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) লেনদেন শেষে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার আদেশ জারি করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আদেশে বলা হয়েছে, সরকারের নির্দেশনা মেনে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা যায়, ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত যেসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে আছে এবং যাদের শেয়ারের দামের উত্থান–পতনে সূচকের ওপর প্রভাব ফেলে, তেমন ৩৫টি কোম্পানির ফ্লোর প্রাইস বহাল রাখা হয়েছে। পরে এসব কোম্পানির ওপর থেকেও ফ্লোর প্রাইস তুলে নেওয়ার হবে।

বিষয়টি নিয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাণিজ্য বার্তাকে বলেন, “শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন ৩৫ প্রতিষ্ঠান বাদে বাকিগুলোর ফ্লোর প্রাইস তুলে দিয়েছে। ফ্লোর প্রাইস তুলে দেওয়া প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক সার্কিট ব্রেকার কার্যকর হবে। আর ফ্লোর প্রাইসের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি বলেন, “কমিশন আশা করছে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার কারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং বাজারে গতি ফিরে আসবে।”

ফ্লোর প্রাইস বহাল থাকা ৩৫ প্রতিষ্ঠান হলো

আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি), বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল), বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণ ফোন, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স এগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস এক্সসরিজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কট্টালি টেক্সটাইল লিমিটেড, মালেক স্পিনিংস মিলস, মেঘনা পেট্রোলিয়ম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার ইন্ডস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনেটা, রবি, সায়হাম কটন, শাশা ডেনিমস, সোনালী পেপারস, সোনার বাংলা ইন্সুরেন্স, শাইনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার কো., সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন।

দেশের শেয়ারবাজারে প্রথম ফ্লোর প্রাইস আরোপ করা হয় ২০২০ সালের ১৯ মার্চ। তখন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ হাজার ৬০৪ পয়েন্টে নামলে পতন ঠেকাতে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দামের সর্বনিম্ন সীমা বেঁধে দেওয়া হয়। এরপর ২০২১ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ধাপে ধাপে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এরপর সূচকটি বেড়ে ওই বছরের ১০ অক্টোবর ৭ হাজার ৩৬৮ পয়েন্টে উঠেছিল। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে শেয়ারবাজারে আবারও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। পতনের এক পর্যায়ে সূচক নামে ৬ হাজার পয়েন্টের নিচে। তখন ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com