1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসইর লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

  • Last Update: Tuesday, January 16, 2024

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেয়ারবাজারে ধারাবাহিক উত্থান হচ্ছে। তার অংশ হিসেবে মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০০ কোটি টাকার বেশি।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৮২ পয়েন্টে। আর ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

ডিএসইতে আজ ৮০০ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪৪ পয়েন্টে।

সিএসইতে আজ ২০৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির দর, কমেছে ৪৮টির এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com