1. banijjobarta22@gmail.com : admin :

আশার আলো দেখাচ্ছে শেয়ারবাজার

  • Last Update: Monday, January 15, 2024

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বেশ ইতিবাচক অবস্থা পার করছে দেশের শেয়ারবাজার। ভোটের পর প্রথম কার্যদিবসে দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেন বেড়েছিল। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সংশোধন হলেও দ্বিতীয় দিন সোমবার সূচকের উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ২৬ পয়েন্ট। তবে টাকার অঙ্কে কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে টাকার অঙ্গে লেনদেন কমলেও সূচকের উত্থান আর লেনদেনের পরিমানে সন্তুষ্ট বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাজারের পরিস্থিতি ইতিবাচক হলে বিনিয়োগকারীরাও সক্রিয় হবে। এতে সার্বিক বাজার পরিস্থিতি ভালো হবে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ১৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৩৭৬ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২১২৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ ৬৭৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার

সোমবার ডিএসইতে মোট ৩৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টি কোম্পানির, বিপরীতে ৬৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ হাতবদল হওয়া ৩৩৮টি শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এই কোম্পানিটি ৩৯ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিড কোম্পানির আজ ৩৫ কোটি ০৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে দেশবন্ধু পলিমার।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি পার্ল বিচ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক পিএলসি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৩ টির দর বেড়েছে, কমেছে ৪৭ টির এবং ৬৪ টির দর অপরিবর্তিত রয়েছে। আর লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com