1. banijjobarta22@gmail.com : admin :

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া হবে : অর্থমন্ত্রী

  • Last Update: Sunday, January 14, 2024

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে বলে মনে করেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে তা মোকাবিলায় পদক্ষেপ নিতে সময় চান তিনি।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী হিসেবে প্রথম কার্যদিবসে দায়িত্ব নিয়ে তিনি এ কথা বলেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘চ্যালেঞ্জের কথা আমরা সবাই জানি; এখন সেগুলো সমাধান করতে হবে।’ তবে অগ্রাধিকার হিসেবে এবার রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন তিনি।

এই পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমরা জানি বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করে; এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয় কীভাবে হবে। জবাবে মাহমুদ আলী বলেন, মিলেমিশে কাজ করতে হবে; অর্থ মন্ত্রণালয় একা পারবে না।

অর্থ পাচার রোধ ও টাকার মূল্য কমে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘দেখি, এ বিষয়ে কী করা যায়।’

সামগ্রিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলা প্রসঙ্গে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সমস্যা আছে দেখছি, বোঝার চেষ্টা করছি, সমাধানেরও চেষ্টা করব; বসে থাকার মানুষ আমি নই।’

টাকার অবমূল্যায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘অনেক দেশেই মুদ্রার বড় ধরনের অবনমন হয়েছে; আমাদের অতটা হয়নি। তবে এসব বিষয়ে ব্যবস্থা নিতে সময় লাগবে; দায়িত্ব নিয়েই সব সমস্যার সমাধান করে ফেলব, তা তো আর হয় না।’

মন্ত্রণালয়ের কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের সহায়তা চান অর্থমন্ত্রী।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com