1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে পতন দিয়ে বছর শুরু

  • Last Update: Monday, January 1, 2024

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একইভাবে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৬ কোটি ৮২ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪২ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com