1. banijjobarta22@gmail.com : admin :

নাভানা ফার্মার লভ্যাংশ অনুমোদন

  • Last Update: Thursday, December 28, 2023

নিজস্ব প্রতিবেদক

সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০২২-২০২৩ অর্থবছরের কোম্পানির পরিচালকমণ্ডলীর বিবরণী, নিরীক্ষিত আর্থিক হিসাব ও প্রতিবেদনগুলো অনুমোদন করা হয়।

নাভানা ফার্মার চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মোঃ জোনায়েদ শফিক, কোম্পানির অডিটর, ও অন্যান্য পরিচালক-ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।।

এ সময় উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে ভাল লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানির প্রশংসা করেন। তাছাড়া শেয়ারহোল্ডারগণ বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com