1. banijjobarta22@gmail.com : admin :

ডিবিএইচ ফাইন্যান্সের ৩৫০ কোটি টাকা বন্ড অনুমোদন

  • Last Update: Thursday, December 28, 2023

নিজস্ব প্রতিবেদক

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকা অভিহিত মূল্যের প্লেসড নন-কনভার্টেবল, রিডেমেবল বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত ৮৯৩ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, রিডেমেবল, ফিক্সড কুপন বেয়ারিং সিনিয়র বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের মধ্যম ও নিম্ন-মধ্যম আয়ের লোকদের গৃহনির্মাণ সহায়তা প্রদান করবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com